সীমান্ত বন্ধ করে দিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৬ মার্চ ২০২০

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই। ইউরোপের চার দেশ; ইতালি, স্পেন, ফ্রান্স ও জার্মানি আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। এরই প্রেক্ষিতে সর্বশেষ দেশ হিসেবে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জার্মান সরকার তাদের ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড লাগোয়া তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। তবে এসব সীমান্ত দিয়ে বাণিজ্যিক চলাচল ও পণ্য পরিবহন চালু থাকবে। আরও কঠোর বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে দেশটি।

তবে জার্মানি তাদের সীমান্ত লাগোয়া বেলজিয়াম, নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ডেনমার্কের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করেনি। তবে আরেক দেশ লুক্সেমবার্গের সীমান্তে বিধিনিষেধ আরোপ করেছে জার্মান সরকার। তবে প্রয়োজনে এসব দেশের সঙ্গে সীমান্ত বন্ধ করার বিষয়টিও বিবেচনায় রেখেছে বার্লিন কর্তৃপক্ষ।

জার্মানির স্বাস্থ্য বিভাগের প্রধান বলেছেন, অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে ১ লাখ ৫৩ হাজার আক্রান্তের ঘটনা শনাক্ত করা হয়েছে। এছাড়া বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৪৬ জনের। জার্মানিতে আক্রান্ত ৫ হাজার ৮১৩ এবং মৃত্যুর ঘটনা ১৩।

তবে করোনার হালনাগাদ হিসবা রাখছে ওয়ার্ল্ড-ও মিটার। তারা বলছে, বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৫২৬ জন। এছাড়া আক্রান্তের ঘটনা ঘটেছে ১ লাখ ৭০ হাজার ৩৮৩টি। তবে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৮৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য ইউরোপকে করোনা প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হিসেবে ঘোষণা করে ওই অঞ্চলের সরকারগুলোর প্রতি কোভিড-১৯ নামের এ রোগকে প্রতিহত করতে আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানায়। ইতোমধ্যে ইতালি এবং স্পেনকে অবরুদ্ধ ঘোষণা করেছে দেশ দুটির সরকার।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।