করোনার কারণে পশ্চিমবঙ্গের পৌর নির্বাচন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তারের কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাজ্য নির্বাচন কমিশন সব দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। সেই বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের বিস্তারের কারণে রাজ্যের পৌর নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোমবার সংবাদ সম্মেলনে রাজ্য নির্বাচন কমিশন বলে, ‘কমিশনের সমস্ত প্রস্তুতি সত্ত্বেও উদ্ভূত পরিস্থিতির জেরে এবং রাজ্য সরকার ও রাজনৈতিক দলগুলোর সুপারিশের ভিত্তিতে আপাতত পৌর নির্বাচন হচ্ছে না।’

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যে কোনো ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। দেশটির রাজ্যগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। এরপর পৌর নির্বাচন পেছানোর জল্পনার মধ্যে কমিশনের দফতরে সর্বদলীয় বৈঠক ডাকে রাজ্য নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের বৈঠকে পৌর নির্বাচন স্থগিতের সঙ্গে আরও জানানো হয়, আজ থেকে ১৫ দিন পর আবার বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিলের তৃতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গ রাজ্যের ১১১টি পৌরসভার ভোট হওয়ার কথা ছিল।

সর্বদলীয় বৈঠকে ছিলেন পশ্চিম রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে করোনাভাইরাস আতঙ্কের জেরে সব রাজনৈতিক দলই এখন নির্বাচন আয়োজন না করার জন্য কমিশনকে আহ্বান জানায়। তারই পরিপ্রেক্ষিতে কমিশনের এই সিদ্ধান্ত।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।