ক্লিনিক্যাল পরীক্ষার অনুমোদন পেল করোনার ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ১৭ মার্চ ২০২০

অডিও শুনুন

করোনাভাইরাস তথা কোভিড-১৯ এর প্রতিরোধে তৈরিকৃত ভ্যাকসিন ‘ক্লিনিক্যাল পরীক্ষার’ অনুমোদন পেয়েছে চীনের ডাক্তাররা। ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতা পেলে ভ্যাকসিনটি করোনাভাইরাস নিয়ন্ত্রণে মানুষের শরীরে ব্যবহারের জন্য অনুমোদন পাবে।

এ ভ্যাকসিন তৈরিতে নেতৃত্ব দেন চীনের একাডেমি অফ মিলিটারি মেডিকেল সায়েন্সেসের বায়োটেক একাডেমিশিয়ান মেজর জেনারেল চেন উই। চেন উই গত ২৬ জানিয়ারি থেকে চীনের উহানে অবস্থান করছেন। যে সময়টাতে চীনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনাভাইরাস। তবে দ্রুত এ ভ্যাকসিন তৈরিতে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহায়তা করেছে।

ইবোলার ভ্যাকসিন তৈরির অভিজ্ঞতা থেকেই তিনি এ ভ্যাকসিন তৈরি করেছেন বলে চীনের কয়েকটি সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাতকারে চেন উই নিশ্চিত করেছেন, ‘আন্তর্জাতিক স্ট্যান্ডার্স এবং চীনের আইন যথাযথভাবে মেনেই এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে।’

এছাড়াও চীনের আরও কয়েকটি প্রতিষ্ঠান করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে, নভেল করোনাভাইরাসের পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম ডোজের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের অর্থায়নে এ পরীক্ষা চলছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৮৮ হাজার ৪৩০ জন আক্রান্ত হয়েছে। আর ৭ হাজার ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত ১০ আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।

এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।