করোনা: আরও ৮৫ হাজার বন্দিকে মুক্তি দিল ইরান
করোনাভাইরাসের বিস্তার ঠেকানো ছাড়াও কারাগারগুলোতে সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কায় দেশের কারাগারগুলোর ৮৫ হাজার বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিয়েছে ইরান। দেশটির গণমাধ্যমের মঙ্গলবারের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইলি সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন। তিনি বলেন, যাদের সাময়িকভাবে মুক্ত করে দেওয়া হলো তাদের মধ্যে অর্ধেক নিরাপত্তা-সংক্রান্ত কারণে বন্দি ছিলেন।
করোনাভাইরাস মোকাবিলায় এর আগে গত ৩ মার্চ ৫ বছরের কম দণ্ডপ্রাপ্প ৫৪ হাজার বন্দিকে মুক্ত করে দেওয়ার ঘোষণা দেয় ইরান। তবে কারাগার ত্যাগ করার আগে তাদের শরীরে করোনার উপস্থিতি আছে কিনা তা শনাক্ত করা হবে। করোনা নেগেটিভ হলেই তাদের ছাড়া হবে বলে জানান ইসমাইলি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্থানীয় দৈনিক মিজান অনলাইনের বরাতে তাদের প্রতিবেদন জানিয়েছে, ইরানের বিচার বিভাগের সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১৯ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে ৫০ শতাংশ কম মানুষকে বন্দি করা হয়েছে।
এদিকে ইরানে নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল আরও ১৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৮৮ জনে। উৎপত্তিস্থল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হলো ইরানে।
ইরানে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯। গত একদিনে নতুন করে ইরানে ১ হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৮৯ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানাউশ জাহানপুর আজ মঙ্গলবার এসব তথ্য জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী ৭ হাজার ৪৯৭ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৮৮ হাজার ৬৭৬। অপরদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিশ্বের ৮০ হাজার ৩৩৮ জন কোভিড-১৯ রোগী।
এসএ/এমকেএইচ