করোনায় আক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৭ মার্চ ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় এই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোনো কর্মীর করোনাভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেল। এর আগে ইউরোপের একই শহরে জাতিসংঘের একজন এবং গেল সপ্তাহে বিশ্ব বাণিজ্য সংস্থার একজন করোনাভাইরাসে আক্রান্ত হন।

ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার সাংবাদিকদের বলেন, অফিস শেষে বাসায় ফেরার পর ওই দুই কর্মীর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে প্রায় ২ হাজার ৪০০ স্থায়ী কর্মী ও পরামর্শক রয়েছেন। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সংক্রমণ এড়াতে তাদের অধিকাংশই এখন বাসায় থেকে কাজ করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে, সুইজারল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের চেষ্টায় ইতোমধ্যে সেনা মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত বিশ্বব্যাপী ৭ হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ৮৮ হাজার ৬৩০। এদিকে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বিশ্বের ৮০ হাজার ৮৭৪ জন রোগী।

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।