ইতালিতে ২৪ ঘণ্টায় ৩৪৫ জনের মৃত্যু
ইতালিতে আবারও নতুন করে করোনাভাইরাসে ৩৪৫ জন মারা গেছেন। দেশটিতে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৫০৩ জনে। মৃত্যু যেন পিছু ছাড়ছে না, করোনার ভয়ানক আঘাতে দিনেদিনে দেশটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন।
করোনার আঘাতে গুরুতর রোগীর সংখ্যা ২ হাজার ৬০। সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪১ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৬ হাজার ৬২। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের রোগী ৩১ হাজার ৫০৬। সুস্থ হয়েছেন ২ হাজার ৯শ ৪১ জন। দেশটিতে নারীদের তুলনায় পুরুষ বেশি মারা যাচ্ছে। এ পর্যন্ত মৃত্যুর হার নারী ৩৮ ভাগ, পুরুষ ৬২ ভাগ।
এদিকে প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি করোনা সমস্যা উত্তরণে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য, প্রায় ২৫ বিলিয়ন ইউরো দিয়ে চিকিৎসক, কর্মী, পরিবার এবং ব্যবসার জন্য সহায়তা করা হবে। অর্থনীতিকে ঘুরে দাঁড়াবার জন্য। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড করা ২ হাজার মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়া যা সর্বোচ্চ মৃত্যু। অন্যদিকে গতকাল নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনায় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান বার্তোলাসো মিলানো যান।
বিশ্বের অন্তত ১৬৩টি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩১ জনের। এছাড়া, প্রায় ৮০ হাজার ৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন।
এমআরএম