করোনার মধ্যেও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প
বিশ্বব্যাপী করোনা আতঙ্ক বিরাজ করছে। আতঙ্ক বিরাজ করছে দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াতেও। এখন পর্যন্ত দেশটিতে করোনায় ১২ জন মারা গেছেন।
এরই মধ্যে ইন্দোনেশিয়ার দক্ষিণ বালিতে আঘাত হানল ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
ইউরোপিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর থেকে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নুসা দুয়া শহর থেকে ২৫৫ কিলোমিটার দক্ষিণে।
ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগীয় ভূমিকম্প বলয় ‘রিং অব ফায়ারে’ অবিস্থত। দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
বিএ