করোনা আক্রান্তের সংখ্যায় ইরানকে ছাড়িয়ে গেল স্পেন-জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ এএম, ২১ মার্চ ২০২০

করোনা মহামারিতে যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপ। এ অঞ্চলের দেশগুলোতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিন আগেও করোনা আক্রান্তের সংখ্যায় ইরানের পেছনে ছিল স্পেন ও জার্মানি। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে দেশ দু’টিতে কয়েক হাজার নতুন রোগী শনাক্ত হওয়ায় এখন সর্বোচ্চ আক্রান্তের তালিকায় তিন ও চার নম্বরে উঠে এসেছে তারা।

ইরানেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এসময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৯ জনের, আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৩ জন, আক্রান্ত ১৯ হাজার ৬৪৪ জন।

jagonews24

তবে ইরানের তুলনায় স্পেনে একদিনে আক্রান্ত বেড়েছে প্রায় তিনগুণ ও জার্মানিতে বেড়েছে চারগুণ। গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন, মারা গেছেন ২৬১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৫১০ জন, মৃত্যুর ঘটনা ১ হাজার ৯২টি।

জার্মানিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫২৮ জন, মারা গেছেন ২৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৪৮ জন, মারা গেছেন মোট ৬৮ জন।

আক্রান্তের সংখ্যা কম হলেও স্পেন-জার্মানির চেয়ে ইরানে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি। ইরানে এ পর্যন্ত ৬ হাজার ৪৭৫ জন করোনামুক্ত হয়েছেন, স্পেনে হয়েছেন ১ হাজার ৫৮৮ জন আর জার্মানিতে এই সংখ্যা মাত্র ১৮০ জন।

jagonews24

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন অন্তত ২ লাখ ৭২ হাজার ৮২০ জন, প্রাণ গেছে ১১ হাজার ৩১৩ জনের। এছাড়া চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬২২ জন।

করোনায় ভুক্তভোগী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভাইরাসটির উৎস চীনে। সেখানে এ পর্যন্ত ৮০ হাজার ৯৬৭ জনের শরীরে এই ভাইরাস ছড়িয়েছে, মারা গেছেন ৩ হাজার ২৪৮ জন। তবে মৃত্যুর সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে ইউরোপের আরেক দেশ ইতালি। সেখানে এপর্যন্ত অন্তত ৪ হাজার ৩২ জনের প্রাণ কেড়েছে করোনা, আক্রান্ত হয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।