করোনা মোকাবিলায় জর্ডানে অনির্দিষ্টকালের কারফিউ
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা একটানা কারফিউ জারি করেছে জর্ডান। শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কারফিউ জারি থাকবে। কারফিউ চলাকালীন অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হতে পারবেন না।
শুক্রবার এক বিবৃতিতে জর্ডান সরকারের মুখপাত্র আমজাদ আদাইলেহ জানান, গত সপ্তাহে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরবর্তী পদক্ষেপ হিসেবে কারফিউ জারি করা হয়েছে।
জরুরি অবস্থা ঘোষণার পরপরই রাজধানী আম্মান অবরুদ্ধ করে দেয় দেশটির সেনাবাহিনী। প্রায় এক কোটি মানুষের আবাসস্থল প্রদেশটিতে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
ইতোমধ্যেই সিরিয়া, ইরাক, ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে জর্ডান। গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে বিদেশ যাওয়া-আসার সব ফ্লাইট।
মধ্যপ্রাচ্যের দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাদ জাবের জানিয়েছেন, করোনা আক্রান্ত একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে সংশ্লিষ্টদের আশঙ্কা, দেশটিতে দ্রুত মহামারি আকার ধারণ করতে পারে করোনা সংকট।
জর্ডান সরকার জানিয়েছে, আম্মান ও মৃত সাগর এলাকার হোটেলগুলোতে অন্তত পাঁচ হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
সূত্র: আল জাজিরা
কেএএ/