করোনা: মোদির ডাকে ঘরে বন্দি ভারতীয়রা, মানবশূন্য রাস্তাঘাট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২২ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনতা কারফিউ'র আহ্বানে অভূতপূর্ব সাড়া দিয়েছেন দেশটির নাগরিকরা। রোববার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কারফিউয়ে দেশজুড়েই রাস্তাঘাট, বাজার, বিনোদন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান-সহ সব এলাকাই এখন জনমানবশূণ্য হয়ে পড়েছে।

india-3.jpg

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, উচ্চ সংক্রামক ব্যাধি কোভিড-১৯ এর বিস্তাররোধে রোববার কোটি কোটি ভারতীয় আজ ঘরে বন্দি রয়েছেন। বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক ভারতীয়কে ঘরে থাকার অনুরোধ জানান।

india-3.jpg

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। মোদি বলেন, চলুন আমরা সকলেই এই কারফিউয়ের অংশ হয়ে যাই; যা করোনাভাইরাসের লড়াই ব্যাপক শক্তি জোগাবে। জনতা কারফিউয়ের ঘোষণা দেয়ার আগে টুইটারে মোদি বলেন, আমরা যে ব্যবস্থা নিয়েছি তা এক সময় সহায়ক হবে।

ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৩৩২ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন পাঁচজন।

india-3.jpg

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পরার পর বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৮ হাজার ৭২০ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৭১ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৯৫ হাজার ৮৩৪ জন।

india-3.jpg

বৈশ্বিক এই মহামারির ছোবল পৌঁছেছে বাংলাদেশেও। গত ৮ মার্চ বাংলাদেশে এই ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত ২৭ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন ২ জন।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।