করোনার বিরুদ্ধে লড়াইয়ে উ. কোরিয়াকে সাহায্যের প্রস্তাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ২৩ মার্চ ২০২০

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়াকে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে ব্যক্তিগত একটি চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথাও বলেছেন।

ওই চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। রোববার এক বিবৃতিতে কিম জং উনের বোন কিম ইয়ো জং ট্রাম্পের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি দু'টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। সারাবিশ্ব যখন করোনা আতঙ্কে লড়াই করে যাচ্ছে তখন উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ড নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। তবে দেশটি বলছে, সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য।

চীনের সঙ্গে সীমান্ত থাকার পরেও উত্তর কোরিয়ায় কেউ করোনায় আক্রান্ত হয়নি এটা বিশ্বাসযোগ্য নয় বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। যদিও সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার বেশ কিছু গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে যে, উত্তর কোরিয়ায় করোনায় আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়েছে।

তবে এই ঘটনা অস্বীকার করেছে উত্তর কোরিয়া। দেশটিতে কেউ করোনায় আক্রান্ত না হলেও সেখানে সাহায্যের হাত এগিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।কিমের বোন এবং ক্ষমতাসীন দলের কর্মকর্তা কিম ইয়ো জং এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছেন।

এমন বিপজ্জনক পরিস্থিতি এবং চ্যালেঞ্জের মধ্যেও কিম জং উনকে ট্রাম্পের চিঠি পাঠানোর ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি। এতে করে দু'দেশের সম্পর্ক আরও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি বলেছেন, ট্রাম্প ওই চিঠিতে দু'দেশের সম্পর্কের উন্নয়নের বিষয়ে তার কিছু পরিকল্পনার কথা বলেছেন। একই সঙ্গে তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার কথাও বলেছেন।গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এরপর থেকে এখন পর্যন্ত ১৯২টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রথম থেকেই উত্তর কোরিয়া দাবি করে আসছে যে দেশটিতে একজনও করোনায় আক্রান্ত হয়নি।

কিম ইয়ো জং বলেছেন, তার ভাই কিম জং উন চিঠি পাঠানোর জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। গত মাসে উত্তর কোরিয়াকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিশেষজ্ঞদের দাবি উত্তর কোরিয়া হয়তো করোনায় আক্রান্ত ও মৃত্যুর খবর গোপন করছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।