করোনার বিস্তার ঠেকাতে লকডাউন হচ্ছে নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ পিএম, ২৩ মার্চ ২০২০

নিউজিল্যান্ডে প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লকডাউন বলবৎ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। সোমবার তিনি বলেছেন, খুব শিগগিরইি নিউজিল্যান্ডে সর্বোচ্চ সতর্কতা জারি, অপ্রয়োজনীয় সব সেবা, স্কুল ও সরকারি-বেসরকারি অফিস বন্ধ করা হবে।

আর্ডার্ন বলেন, এই পদেক্ষেপে মদের বার, ক্যাফে, রেস্টুরেন্ট এবং সিনেমা হলও বন্ধ হয়ে যাবে। তবে সুপার মার্কেট এবং ফার্মেসি চালু থাকবে। দেশে সরবরাহ ব্যবস্থাও চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

কিউই এই প্রধানমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে দেশের সব স্কুল বন্ধ থাকবে।

করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা জানাতে সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্ডার্ন। তিনি বলেন, নিউজিল্যান্ড এখন স্বেচ্ছা আইসোলেশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন; আক্রান্তদের সবাই চিকিৎসাধীন রয়েছেন। তবে এখন পর্যন্ত কারও প্রাণহানি ঘটেনি।

সূত্র : রয়টার্স।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।