করোনা : আমিরাতে ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভার বৈঠক

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি আমিরাত
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৩ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যম অনুষ্ঠিত হলো মন্ত্রিসভার বৈঠক।

রোববার (২২ মার্চ) করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার অনুশীলনের অংশ হিসেবে প্রথম দূরবর্তী মন্ত্রিসভা বৈঠক করল আমিরাত।

আমিরাতের প্রধানমন্ত্রী, উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশকে বাঁচাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

আমিরাতে এ পর্যন্ত ১৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুইজন মৃত্যুবরণ করেছেন ও ৩৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজার ৬৫৪ জন প্রাণ হারিয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩। অপরদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে ৫ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮। অপরদিকে চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৩ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ২৭০ জনের।

যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৫৪৬ এবং মারা গেছে ৪১৯ জন। স্পেনে করেনাাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৭৬৮ এবং মারা গেছে ১ হাজার ৭৭২ জন।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।