সহায়তা করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন, ট্রাম্পকে রুহানি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২৩ মার্চ ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, পারলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।

জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে খামেনি বলেন, আমেরিকান নেতারা মিথ্যাচার করছেন। তারা যদি ইরানকে সহায়তা করতে চান, তাহলে প্রথমেই তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া দরকার।

হাসান রুহানি বলেন, আপনারা ইরানের তেল রফতানি আটকে দিয়েছেন, আপনারা ইরানের ব্যাংকিং লেনদেন বন্ধ রেখেছেন... আপনাদের সহায়তার প্রস্তাব ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাচার।

এর আগে, রোববার যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ইরানের এই প্রেসিডেন্ট।

ইরানে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২১ হাজার ৬৩৮ জন এবং মারা গেছেন ১ হাজার ৬৮৫ জন। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ হাজার ৯১৩ জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে করোনভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৪১ হাজার ৩২৯ এবং মারা গেছেন ১৪ হাজার ৭৪৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯৯ হাজার ৩৯ জন।

সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডমিটার।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।