স্লোভেনিয়ায় করোনায় তিনজনের মৃত্যু, আক্রান্ত ৪১৪

রাকিব হাসান রাফি
রাকিব হাসান রাফি রাকিব হাসান রাফি , স্লোভেনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২০

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়াতে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ মার্চ) স্লোভেনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ম্যাটলিকায় ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে করোনায় তিনজনের প্রাণ গেল। আর মোট আক্রান্ত হয়েছে ৪১৪ জন।

স্লোভেনিয়াতে গত ২৪ ঘণ্টায় আরও নতুন করে ৩১ জন করোনাভাইরাসে দ্বারা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে স্লোভেনিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চারশো ছাড়ালো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত স্লোভেনিয়াতে ৪১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গত ১৯ মার্চ করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সম্পূর্ণ স্লোভেনিয়াকে লকডাউন করার ঘোষণা দেয়া হয়েছিল, যা এখনও অব্যাহত রয়েছে।

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য অনেক দেশের মতো স্লোভেনিয়াতেও অর্থনৈতিক এবং পর্যটন খাতে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে স্লোভেনিয়ার সরকারের ম্যাক্রোইকোনোমিক অ্যানালাইসিস সেন্টারের পক্ষ থেকে চলতি অর্থ বছরে দেশটির প্রবৃদ্ধি ধরা হয়েছিলও সাড়ে তিন শতাংশ। যেটি দেড় শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেকে নেমে আসতে পারে বলে দেশটির অনেক অর্থনীতিবিদরা ধারণা করছেন।

বিশেষ করে বার, রেস্টুরেন্ট কিংবা বিভিন্ন ফ্যাক্টরি বন্ধ থাকায় দেশটির অনেক মানুষই বিপাকে পড়েছেন। উদ্ভূত পরিস্থিতির সামাল দিতে স্লোভেনিয়ার অর্থমন্ত্রী আন্দ্রেই শিরচেলি বিভিন্ন মেয়াদে সহজ শর্তে ঋণ ও বিভিন্ন ধরনের আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছেন।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনশার পক্ষ থেকে গতকাল রোববার এক টুইট বার্তায় করোনাভাইরাস পরিস্থিতিকে ১৯৯১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ক্রান্তিকাল হিসেবে উল্লেখ করেছেন এবং এ পরিস্থিতির মোকাবিলায় সবাইকে মনোবল না ভেঙে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

রাকিব হাসান/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।