যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্যে হাজারে একজন করোনায় আক্রান্ত

তোফাজ্জল লিটন
তোফাজ্জল লিটন তোফাজ্জল লিটন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৪ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি, নিউ জার্সি এবং লং আইল্যান্ড অঙ্গরাজ্যে প্রতি হাজারে প্রায় একজন করোনাভাইরাসে আক্রান্ত। অন্যান্য অঞ্চলের তুলনায় পাঁচগুণ বেশি আক্রান্ত হয়েছে এই অঙ্গরাজ্যগুলোতে।

মার্কিন করোনাভাইরাস প্রতিক্রিয়া অনুষদের সমন্বয়ক ডেবোরাহ বার্কস সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

একই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি করোনাভাইরাসের কারণে কার্যত বন্ধ হয়ে গেছে। কয়েক সপ্তাহের মধ্যে আবার সব কিছু চালু হবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, বিগত সপ্তাহগুলোতে আমরা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে যে শিক্ষা অর্জন করেছি, তা দেশেকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করেতে সহযোগিতা করবে।

অবশ্য ট্রাম্প আগে বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র জুলাই বা আগস্ট পর্যন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে না।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৪ এবং মারা গেছে ৫৫৩ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ এবং মারা গেছে ২৩১১ জন।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।