বন্ধ হচ্ছে সংবাদপত্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৪ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। একের পর এক লকডাউন হচ্ছে বিভিন্ন দেশ। এ ভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৪ হাজার আর মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫১৪ জনের। এরই মধ্যে বন্ধ হতে শুরু করেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদপত্র। বন্ধ হয়ে যাওয়া কোনো কোনো পত্রিকার বয়স ১০০ বছর।

এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিখ্যাত পত্রিকা দি সানরাইজা ডেইলি। মঙ্গলবার থেকে বন্ধ হচ্ছে পত্রিকাটির মুদ্রণ। আগামী নোটিশ দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে পত্রিকাটি মুদ্রণ।

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ড অঞ্চলের দুইটি পত্রিকা আগামী নোটিশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। বন্ধ হয়েছে সোয়ান হিলের গার্ডিয়ান নিউজপেপার এবং গ্যানাওয়ারা টাইমস।

আজকের পর আর ছাপা হবে না দ্যা গ্রেট সাউদার্ন স্টার এবং ইয়ারাম স্ট্যান্ডার্ড। পত্রিকা দুইটির প্রথম পৃষ্ঠায় পাঠকদের উদ্দেশে বলা হয়েছে এ তথ্য। ১৪০ বছর ধরে ছাপা হয়ে আসছে ইয়ারাম স্ট্যান্ডার্ড।

এ থেকেই ধারণা করা হচ্ছে মহামারি করোনার তাণ্ডবে আগামীতে বন্ধ হতে পারে আরও বেশকিছু সংবাদপত্র।

এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।