ডাক্তার-নার্সদের বিনামূল্যে সেবা দেবে নিউ ইয়র্কের ৫ তারকা হোটেল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ এএম, ২৬ মার্চ ২০২০

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানিয়েছেন, শহরটিতে করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে থাকার সুবিধা দেবে ফোর সিজনস হোটেল। বুধবার এক টুইটে তিনি এ তথ্য জানান।

এমন অনন্য পদক্ষেপের জন্য ফোর সিজনস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কুয়োমো। পাশাপাশি, অন্যান্য বড় বড় হোটেলগুলোও এ ধরনের সুবিধা দিতে রাজি হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের উৎস এবং সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা নিউ ইয়র্ক। দেশজুড়ে ৬৪ হাজার রোগীর মধ্যে শুধু এই একটি রাজ্যেই রয়েছেন ৩০ হাজারেরও বেশি।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৩০ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১০ জন।

সূত্র: আল জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।