আমিরাত জুড়ে চলছে জীবাণুনাশক স্প্রে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৭ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতে প্রতিটি প্রদেশে রাত ৮টা থেকে চলছে তিন দিনব্যাপী জীবাণুনাশক স্প্রে কার্যক্রম। এর আগে নাগরিকদের স্থানীয় সময় রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত তিন দিন বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানী স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাত ৮টায় সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এ সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। একইভাবে ২৭ ও ২৮ মার্চ চলবে।

ডা. ফরিদা আল হোসানী আরও বলেন, নির্দিষ্ট এই সময়ে কেবল খাবার বা ওষুধের প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে নাগরিকরা ঘরের বাইরে যেতে পারবেন না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে।

এক্ষেত্রে যাদের বাইরে পাওয়া যাবে সবার ওয়ার্ক পারমিট পরীক্ষা করে দেখা হবে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে বলেও ডাক্তার ফরিদা উল্লেখ করেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।