করোনা চিকিৎসায় বিলাসবহুল বাড়ি ছাড়তে প্রস্তুত আমির খান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১২ পিএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসে বিপর্যস্থ গোটা বিশ্ব। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার। আর আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে ভাইরাসটির সংক্রমণ রোধে সরকারি ব্যবস্থার পাশাপাশি এগিয়ে এসছেন বিভিন্ন ব্যক্তি ও শিল্প প্রতিষ্ঠান।

করোনাভাইরাস মোকাবিলায় এবার সাহায্যের হাত বাড়ালেন আমির খান। নিজের বিলাসবহুল চারতলা বাড়িটি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় ব্যবহার করতে দিতে প্রস্তত। এ বাড়িটি তিনি বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিতেন। তবে এই আমির খান বলিউড অভিনেতা নন, তিনি যুক্তরাজ্যের বক্সার।

বুধবার (২৫ মার্চ) নিজের টুইটার হ্যান্ডলে বাড়িটির ছবি পোস্ট করে একথা জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, এই কঠিন সময়ে হাসপাতালের বেড পাওয়া সাধারণ মানুষের জন্য কতটা কষ্টকর তা আমি বুঝতে পারছি। তাই আমার ৬০ হাজার বর্গফুটের চার তলা বাড়িটি করোনা আক্রান্তদের সাহায্যের জন্য দিতে তৈরি আছি। বিয়ে বাড়ির কাজে বাড়িটি ব্যবহৃত হত।’

আমির খান ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন ছিলেন।

এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।