ইরানে মৃত্যুর মিছিলে আরও ১৪৪, আক্রান্ত ২৯২৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ২৭ মার্চ ২০২০

ইরানে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন নতুন করে শতাধিক মানুষের মৃত্যুর খবর আসছে দেশটি থেকে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ১৪৪ জন করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২ হাজার ৩৭৮ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের বরাতে এ খবর জানানো হয়েছে। মুখপাত্র জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় প্রায় দেড়শ মৃত্যু ছাড়াও নতুন করে দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৬ জন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর শুক্রবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের ঘটনা ৩২ হাজার ৩৩২টি। আক্রান্তদের মধ্যে দুই সহস্রাধিকের মৃত্যু হলেও হাসপাতালে চিকিৎসা শেষে ১১ হাজার ১১৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না। প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত ৫ লাখ ৪২ হাজার ৫৩৩ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৬৯ জনের। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৬ হাজার ২৫৭ জন। করোনায় আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন আক্রান্তের সংখ্যা ৮৫ ৭৪৯ জন।

এদিকে মৃত্যুতে সবার উপরে রয়েছে ইতালিতে। করোনায় বিপর্যস্ত দেশটির আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জনের মধ্যে ৮ হাজার ২১৫ জন মারা গেছেন। চীনে আক্রান্ত ৮১ হাজার ৩৪০ জনের মধ্যে ৩ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া স্পেনে দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩৬৫ জনের প্রাণহানি ঘটেছে; আক্রান্ত ৫৭ হাজার ৭৮৬। এছাড়া ইরানে ২ হাজার ৩৭৮ এবং ফ্রান্সে মারা গেছেন ১ হাজার ৯৯৬ জন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।