যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৭ মার্চ ২০২০

বাণিজ্য ‘যুদ্ধের’ পর নভেল করোনাভাইরাসের উৎপত্তি নিয়েও সাম্প্রতিক সময়ে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের। তবে করোনা সংকট মোকাবিলায় হাতে হাত মিলিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাকে এ প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট। প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে চীন ও যুক্তরাষ্ট্রের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত বলে দাবি তার।

কোভিড-১৯ রোগে আক্রান্তে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে। দেশটিতে মোট আক্রান্ত ৮৫ হাজার ৭৬২ এবং মারা গেছে ১ হাজার ৩০৬ জন। ইউরোপের পর আমেরিকা মহামারি এই ভাইরাসটি প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

প্রাদুর্ভাব শুরু হওয়ার পর উভয় দেশ ভাইরাসটি ছড়ানোর জন্য একে অপরকে দায়ী করে। ট্রাম্প করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ আখ্যা দেওয়ায় শুরু হয় দুই দেশের মধ্যে বাগযুদ্ধ। এরপর চীন দাবি করে মার্কিন সেনা এ ভাইরাস ছড়িয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রকে সাহায্যের প্রস্তাব দিল চীন।

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের আহ্বানও জানিয়েছেন শি জিনপিং। তিনি ফোনালাপে ট্রাম্পকে বলেন, ‘যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক এখন এক ‘গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে’ পৌঁছেছে। এই সময়ে দুপক্ষ লড়াই করতে থাকলে ক্ষতিই হবে বরং একসঙ্গে কাজ করতে পারলেই উপকার হবে। সহযোগিতাই এখন একমাত্র পথ।‘

ট্রাম্প বলছেন, ‘প্রেসিডেন্ট শির সঙ্গে আলাপ খুব ভালো হয়েছে। ভাইরাসটি নিয়ে চীনের বোঝাপড়া ভালো। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তারা।’ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১৭ সহস্রাধিক আক্রান্ত এবং ২৮১ জন মারা গেছেন। বিশ্বে মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত সাড়ে ৫ লাখেরও বেশি।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।