ইরানে একদিনে আরও ১৪৪ জনের মৃত্যু, মোট ২৩৭৮
গত কয়েকদিনে করোনাভাইরাস মহামারির কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ-আমেরিকা। পিছিয়ে নেই মধ্যপ্রাচ্যও। গত ২৪ ঘণ্টায় শুধু ইরানেই মারা গেছেন ১৪৪ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় তিন হাজার।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩৩২ জন, আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৭৮ জন।
ইরানে এ পর্যন্ত করোনা আক্রান্ত ১১ হাজার ১৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ হাজার ৮২১ জন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৮৯৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এ পর্যন্ত অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২৬ হাজার ৪২৩ জন। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ।
সূত্র: ওয়ার্ল্ডওমিটার
কেএএ/