ইতালিতে মৃতের সংখ্যা ১২ হাজার পার, একদিনে আরও ৮৩৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পিএম, ৩১ মার্চ ২০২০

ইতালিতে প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৮৩৭ জন। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৮ জন।

এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৭৯২ জন।
ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গত দু’দিন ধরে নতুন রোগী শনাক্তের হার কিছুটা কমেছে।

সোমবার ইতালিতে নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৪ হাজার ৫০ জন, মারা গিয়েছিলেন ৮১২ জন।

দেশটিতে করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৫ হাজার ৭২৯ জন সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসাধীন এখনও ৭৭ হাজার ৬৩৫ জন। এদের মধ্যে অন্তত চার হাজার রোগীর অবস্থঅ সঙ্কটাপন্ন।

সূত্র: আল জাজিরা, ওয়ার্ল্ডওমিটার
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।