যা আশা করেছিলাম করোনা তার চেয়েও ভয়ঙ্কর: নিউ ইয়র্ক গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ এএম, ০১ এপ্রিল ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল নিউ ইয়র্কে মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় অঙ্গরাজ্যটিতে মারা গেছেন আরও ৩৩২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫০ জন। মঙ্গলবার নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৯ হাজার ২৯৮ জন। এ নিয়ে ওই অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৯৫ জন।

ব্রিফিংয়ে অ্যান্ড্রু কুয়োমো বলেন, আমরা যতটা আশা করেছিলাম ভাইরাসটি তার চেয়েও শক্তিশালী, তার চেয়েও ভয়ঙ্কর। আমরা এখনও পাহাড়ে চড়ছি। মূল যুদ্ধ শুরু হবে পর্বতচূড়ায় পৌঁছানোর পরই।

এদিকে, গভর্নরের ভাই ক্রিস কুয়োমোও করোনা আক্রান্ত হয়েছেন। পেশায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের অনুষ্ঠান উপস্থাপক ক্রিস বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। সেখান থেকেই দৈনন্দিন কাজকর্ম করবেন বলে জানিয়েছেন তিনি।

jagonews24

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত নিউ ইয়র্ক। গত ১ মার্চ সেখানে ইরানফেরত একজনের শরীরে প্রথম করোনার উপস্থিতি শনাক্ত হয়। এর দু'দিন পর সেখানে দ্বিতীয়জন আক্রান্তের খবর পাওয়া যায়। এরপর থেকেই সেখানে দ্রুত ছড়িয়ে পড়ে ভাইরাসের প্রকোপ।

করোনার 'হটস্পট'র হিসেবে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকাটের কথা উল্লেখ করে এ তিন অঙ্গরাজ্যের বাসিন্দাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের ঘোষণা দিয়েছে ফেডারেল সরকার।

যুক্তরাষ্ট্রে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৫১৮ জন। মারা গেছেন ৩ হাজার ৪৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১২ হাজার ৭৩০ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ২৯০ জন।

এছাড়া, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২৪১ জন। তবে চিকিৎসাধীন প্রায় চার হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা, বিবিসি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।