ভারতের পাশে জ্যাক মা, পাঠালেন পিপিই-মাস্ক-ভেন্টিলেটর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০২ এপ্রিল ২০২০

বিশ্বের শীর্ষ ধনীদের একজন এবং চীনা বহুজাতিক প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্টাতা জ্যাক মা এবার ভারতের পাশে দাঁড়ালেন। করোনা মোকাবিলায় প্রতিবেশী ভারতের জন্য ব্যক্তিগত সুরক্ষিত পোশাক (পিপিই), মাস্ক ও ভেন্টিলেটর পাঠিয়েছে চীনা দাতব্য সংস্থা ও জ্যাক মার ‌‘আলিবাবা ফাউন্ডেশন’।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করোনাভাইরাসের মতো একটি মহামারি মোকাবিলায় চীন যে ভারতের জন্য সাহায্যের হাত বাড়াবে তা আগেই উল্লেখ করেছিল তারা। এবার তারই ফলস্বরুপ ভারতের এসব চিকিৎসা সরঞ্জাম পাঠালো জ্যাক মার প্রতিষ্ঠিত এই দাতব্য সংগঠন।

ইতোমধ্যে এসব চিকিৎসা সরঞ্জাম ভারতে পৌঁছেছে। দেশটির রাজধানী দিল্লিতে এসব সরঞ্জাম পৌঁছানোর পর তা গ্রহণ করে ভারতীয় রেড ক্রস সোসাইটি গ্রহণ করে। এই সংগঠনের মাধ্যমে তা বিলি করা হবে বলে জানানো হয়েছে।

করোভাইরাস মোকাবিলায় এর আগে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে এসব সরঞ্জাম দেয় ওই প্রতিষ্ঠানটি। এছাড়া ইউরোপের বেশি কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রেও সাহায্য হিসেবে চিকিৎসা সরঞ্জাম পাঠায় জ্যাক মার ফাউন্ডেশন।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির দেওয়া হিসাব অনুযায়ী, দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৩৪ জন। আক্রান্তদের মধ্যে ৪১ জন মারা গেছেন। তবে অন্যান্য পরিসংখ্যান বলছে মৃত্যুর সংখ্যা ৫০ এর উপরে, এছাড়া আক্রান্তও দুই হাজারের বেশি।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।