করোনা সংকটে বিশ্বব্যাংকের ১৯০ কোটি ডলার সহায়তা, অর্ধেকই পাবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের ২৫টি দেশকে ১৯০ কোটি মার্কিন ডলার সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক। এর মধ্যে শুধু ভারতই পাচ্ছে ১০০ কোটি ডলার। বৃহস্পতিবার ব্যাংকের নির্বাহী পরিষদের বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, বরাদ্দ অর্থ বিশ্বের ২৫টি দেশে করোনা নিয়ন্ত্রণে ব্যবহৃত হবে। এছাড়া ৪০টি দেশে জরুরি ভিত্তিতে নতুন কার্যক্রম শুরু করা হবে।

ভারতকে দেয়া ১০০ কোটি ডলার করোনা পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণ ও রোগ নির্ণয়ের ল্যাবরেটরি গড়ে তুলতে ব্যবহৃত হবে।

দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়াও পাকিস্তান ২০ কোটি ডলার, আফগানিস্তান ১০ কোটি, শ্রীলঙ্কা প্রায় ১৩ কোটি ও মালদ্বীপ ৭৩ লাখ ডলারের সহযোগিতা পাচ্ছে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, করোনা পরিস্থিতি মোকাবিলায় তারা আগামী ১৫ মাসে আরও ১৬০ বিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।