যুক্তরাষ্ট্রের সহস্রাধিক সেনা করোনায় আক্রান্ত
করোনাভাইরাস এবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতের গণহারে ছড়িয়ে পড়েছে। দেশটির সংবাদমাধ্যম সিএনএন বলছে, এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর ১ হাজার ৫২ জন সেনার দেহে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশে করোনা সংক্রমণের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। এর আগে দেশটির সামরিক বাহিনীতে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে এক সেনাসদস্য প্রাণ হারান। তারপর থেকে এর ব্যাপক বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।
সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তত ১ হাজার ৭৫২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর আশঙ্কাও তৈরি হয়েছে বেশ জোরালোভাবে।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়েছে। এরমধ্যে প্রায় আড়াই লাখই যুক্তরাষ্ট্রে। দেশটিতে গতকাল একদিনে ২৫ হাজার মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। মৃত্যুর সংখ্যাও ৬ হাজার ছাড়িয়ে গেছে সেখানে।
এসএ