৩০ বছরের সর্বনিম্ন প্রবৃদ্ধির শঙ্কায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ এএম, ০৪ এপ্রিল ২০২০

মহামারি করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। আরেকটি মন্দার মুখে বিশ্ব। অনেক দেশ অর্থনীতিতে আসন্ন মন্দা ঠেকাতে উঠেপড়ে লেগেছে। এবার যুক্তরাষ্ট্রের ক্রেডিট রেটিং সংস্থা ফিচ বলছে, করোনার জেরে আগামী অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ২ শতাংশে নেমে যেতে পারে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এর আগে ‘ফিচ’ আগামী বছর ভারতের প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হতে পারে জানিয়েছিল। তবে করোনার কারণে গোটা বিশ্বে আর্থিক মন্দার কারণে ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমে যেতে পারে।

ভারতের প্রবৃদ্ধি ২ শতাংশ হলে তা হবে গত তিরিশ বছরের মধ্যে দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি। করোনার বিস্তার ঠেকাতে চীনে লকডাউন ঘোষণা হওয়ায় পরই দেশটির উৎপাদন খাতে ব্যাপক বিপর্যয় শুরু হয়। তারপর গোটা বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাস বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করেছে।

বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘ফিচ ধারণা করছে, গোটা বিশ্ব মন্দায় পড়তে যাচ্ছে। তাই ২০২১ সালে শেষ হতে চলা অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ৫ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হলেও বর্তমান এমন পরিস্থিতিতে তা কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনা হয়েছে।’

ফিচ আশঙ্কা প্রকাশ করে বলেছে, ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা ও পরিষেবা খাতের সঙ্গে যুক্ত সংস্থাগুলো করোনার জেরে তৈরি হওয়া মন্দার কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মানুষ ব্যয় কমানোর কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।