মালয়েশিয়ায় আরও ১৭৯ জন আক্রান্ত, মৃত্যু বেড়ে ৬১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ১৭৯ জনকে শনাক্ত করা হয়েছে মালয়েশিয়ায়। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৩ হাজার ৬৬২ জন। মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক আজ এ তথ্য দিয়েছেন।

দেশটির জাতীয় দৈনিক মালয় মেইলের প্রতিবেদন অনুযায়ী, আজ সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক কোভিড-১৯ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, দেড় শতাধিক আক্রান্ত ছাড়াও করোনাভাইরাসের মৃতের সংখ্যা বেড়ে এখন ৬১ জনে পৌঁছেছে।

আজ নতুন করে মৃত্যু দেশটিতে ৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ১ হাজার ৫ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিশাম বলেন, ‌‘কোভিড-১৯ রোগে আক্রান্তদের মধ্যে এক ক্লাস্টার থেকেই অনেক আক্রান্ত হয়েছেন; যারা সম্প্রতি ইতালি ভ্রমণ করেছেন। আজ যে ৪ জন মারা গেছেন, তাদের মধ্যে তিনজন আগে থেকেই অন্যান্য রোগে আক্রান্ত।

তিনি মালয়েশিয়ার নাগরিকদের লকডাউন নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে যাবেন তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, দেশটি গত দুই সপ্তাহ ধরে লকডাউন রয়েছে।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।