আমিরাতে একদিনে করোনায় আক্রান্ত ২৯৪, মোট ১৭৯৮

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯ এএম, ০৬ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৯৮ জনে। আর সুস্থ হয়ে উঠেছে ১৯ জন।

রোববার (৫ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছে ১৭৯৮ জন। এতে মৃত্যু হয়েছে দশ জনের। আর নতুন ১৯ জনসহ ১৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী ১২ লাখ ৩৬ হাজার ৮৪২ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৬৭ হাজারেরও বেশি মানুষের। আড়াই লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার। এতে মৃত্যু হয়েছে ৯ হাজার ৩২৬ জনের। গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় আক্রান্ত ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯।

করোনায় মৃত্যুর দিক দিয়ে সবার উপরে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে ১৫ হাজার ৮৮৭ জন করোনায় প্রাণ হারিয়েছে। এতে আক্রান্ত হয়েছে মোট ১ লাখ ২৮ হাজার। মৃত্যুর দিক দিয়ে ইতালির পরই রয়েছে স্পেন। সেখানে করোনায় ১২ হাজার ৪১৮ জনের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের বেশি।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।