করোনা সংক্রমণ শুরুর পর প্রথমবার মৃত্যুবিহীন চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ০৭ এপ্রিল ২০২০

নভেল করোনাভাইরাস সংক্রমণের তথ্যপ্রকাশ শুরুর পর থেকে চীনে প্রথমবার একদিনে প্রাণহানির সংখ্যা পুরোপুরি শূন্যের কোটায় নামল সোমবার। এদিন দেশটির মূল ভূ-খণ্ডে নতুন করে ৩২ জন রোগী শনাক্ত হলেও আর কেউ মারা যাননি।

চীনের ন্যাশনাল হেলথ কমিশন (এনএইচসি) জানিয়েছে, নতুন রোগীদের সবাই বহিরাগত অথবা বহিরাগতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

এদিন নতুন করে ৩০ জন উপসর্গহীন রোগী শনাক্তের কথাও জানিয়েছে দেশটি। এধরনের রোগীদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি থাকলেও কোনো ধরনের উপসর্গ থাকে না। গত ১ এপ্রিল থেকে এমন রোগীর তথ্যপ্রকাশ শুরু করেছে চীন। এখন পর্যন্ত দেশটিতে উপসর্গহীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ জন।

এনএইচসি’র হিসাবে, চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছন ৮১ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩ হাজার ৩৩১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: সিএনবিসি

কেএএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।