করোনায় মিয়ানমারে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৮ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারে আরও দু'জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ৬৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। পরে তার শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

অপরদিকে দেশটিতে ৪৭ বছর বয়সী এক ব্যক্তি শ্বাসকষ্টে মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৩১ মার্চ মিয়ানমারে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত সেখানে মোট ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

সারাবিশ্বে দাপট দেখিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছেই। সেই তুলনায় মিয়ানমারে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।