ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি জোট

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণা করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। গত ৫ বছর ধরে দেশটি হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি আরব। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

সূত্রের বরাতে বিবিসি বলছে, আগামী বৃহস্পতিবার থেকে ইয়েমেনে পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে বিরতি কার্যকর হবে। করোনাভাইরাসের এই মহামারির সময়ে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জন্য বিবদামান সব পক্ষকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানের পর এমন ঘোষণা আসলো।

২০১৫ সালের মার্চ থেকে পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় সৌদি জোট ইয়েমেনে সামরিক অভিযান চালিয়ে আসছে। তবে হুথি বিদ্রোহীরা এই যুদ্ধবিরতিতে রাজি কিনা তা এখনো জানা যায়নি। সশস্ত্র গোষ্ঠী হুথিকে ইরান সমর্থন ও অস্ত্র সহায়তা দিয়ে আসছে বলে অভিযোগ আছে।

গত মাসে জাতিসংঘ মহাসচিব বিশ্বজুড়ে যুদ্ধবিরতির জন্য লড়াইরত সকল পক্ষের প্রতি আহ্বান জানান। তিনি ইয়েমেনের দুই পক্ষের প্রতি যুদ্ধবিরতির ডাক দিয়ে বলেন মহামারির এই সময়ে লড়াই বন্ধ করে করোনাভাইরাস প্রতিরোধে লড়াই করতে হবে।

তিনি তার বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসকে সকল পক্ষের সঙ্গে আলোচনার করার দায়িত্ব দেন। তাই বুধবার সৌদি সামরিক জোটের পক্ষ থেকে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তিনি বিবৃতি দিয়ে এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।