করোনা আক্রান্ত বাড়ছে, চীনের সুইফেনহে শহর লকডাউন
রাশিয়া সীমান্ত দিয়ে সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তদের প্রবেশের হার বেড়ে যাওয়ায় পুরোপুরি লকডাউন করে দেয়া হয়েছে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের সুইফেনহে শহর।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, বুধবার নতুন করে ৪০ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছে হেইলংজিয়াংয়ের স্বাস্থ্য কমিশন। এরা সবাই রাশিয়া থেকে ফেরা চীনা নাগরিক।
একারণে দ্বিতীয়বার মহামারি ঠেকাতে রুশ সীমান্ত সংলগ্ন সুইফেনহে শহরে অনেকটা উহানের মতোই কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এখন থেকে এ শহরে বসবাসকারী প্রতি পরিবারের একজন সদস্য তিনদিনে একবার প্রয়োজনীয় বাজার করতে বাইরে বের হতে পারবেন এবং ওইদিনের মধ্যেই তাকে আবার ঘরে ফিরতে হবে।
এছাড়া, আক্রান্তদের চিকিৎসায় ৬০০ বেডের একটি বিশেষায়িত হাসপাতাল চালুরও ঘোষণা দিয়েছে বেইজিং।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, হেইলংজিয়াংয়ে এ পর্যন্ত অন্তত ১২৭ জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ৩১ ডিসেম্বর উহানে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। এরপর দ্রুতই সেটি গোটা চীন তো বটেই, ছড়িয়ে পড়ে বিশ্বের অন্তত ১৮৪টি দেশে। চীনে এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৩ জন, মারা গেছেন ৩ হাজার ৩৩৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন প্রায় ৭৮ হাজার মানুষ।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া চার লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।
সূত্র: আল জাজিরা
কেএএ/পিআর