আমিরাতে করোনায় আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৩১

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৯ এএম, ১০ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯৯০ জনে। মৃত্যু হয়েছে দুইজনের, আর সুস্থ হয়ে উঠেছেন ২৯ জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। মৃতদের একজন এশিয়ীয় নারী, অন্যজন আরবীয় নাগরিক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ২৯৯০ জন। আগের ১২ জনসহ মৃত্যুবরণ করেছেন মোট ১৪ জন। আর নতুন ২৯ জনসহ ২৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।