শিকাগোর জেলে করোনায় আক্রান্ত ২৭৬ বন্দি
সারাবিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মারা গেছে ৯৫ হাজার ৭২২ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৬ হাজার ৬৫৫ জন।
মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়িয়ে পড়ায় বিশ্বের নানা প্রান্তের লোকজনই এই ভাইরাসে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে। তবে সবচেয়ে বেশি ঝুুঁকিতে আছে কারাগারে থাকা বন্দিরা। কারণ সেখানে গাদাগাদি করে একসঙ্গে অনেক লোককে রাখা হয়। তবে উন্নত দেশগুলোতে এই চিত্র কিছুটা ভিন্ন। তবুও বন্দিদের আক্রান্ত হওয়ার ঝুঁকি আছেই।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের কুক কাউন্টি কারাগারে নতুন করে ২৫ জন বন্দি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ওই কারাগারে এখন পর্যন্ত কোভিড-১৯ য়ে আক্রান্ত হয়েছে ২৭৬ বন্দি। কুক কাউন্টি শেরিফের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এসব বন্দিদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৩৬ জনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু শারীরিক জটিলতার কারণে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, কাউন্টি শেরিফের কার্যালয়ের ১৭২ কর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে।
এদিকে, শেরিফের কার্যালয় বলছে তারা কিছু বন্দিকে মুক্তি দেওয়ার কথা ভাবছে। তবে এক ফেডারেল বিচারপতি এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তার মতে, এভাবে বন্দিদের মুক্তি দিলে করোনার বিস্তার ছড়িয়ে পড়তে পারে।
কাউন্টি শেরিফ থমাস ডার্ট জানিয়েছেন, প্রতিদিন ওই কারাগারে একশ বন্দিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কারা-কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা সামাজিক দূরত্ব বাড়াতে বন্দিদের ডাবল সেল থেকে সিংগেল সেলে স্থানান্তর করেছেন। একই সঙ্গে বন্দিদের কোয়ারেন্টাইন ও চিকিৎসাসেবা দিতে ৫শ শয্যার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে।
টিটিএন/এমএস