আমিরাতে করোনায় আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৭

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৩ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় আরও ৩৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল চার হাজার ১২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২২ জনে। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৯২ জন।

রোববার (১২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে মারা যাওয়া দুজন এশিয়ার নাগরিক। আর নতুন ৯২ জনসহ মোট ৬৮০ জন সুস্থ হয়ে উঠেছেন দেশটিতে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।