চীনে ফের মহামারি, আক্রান্ত আরও ১০৮

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারির প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছিল চীন। কিন্তু গত কয়েক সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। বিশেষজ্ঞরা একে বলছেন, মহামারির দ্বিতীয় ঢেউ। আর এর সবশেষ ঢেউয়ে আক্রান্ত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রোববার চীনে নতুন করে ১০৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এর আগে, শনিবারও সেখানে রোগী শনাক্ত হয়েছিলেন অন্তত ৯৯ জন।

china-1

সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বহিরাগত। মহামারির দ্বিতীয় ধাপে এটাই বহিরাগতদের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। ভয়ের ব্যাপার হচ্ছে, এসব রোগীদের মধ্যে ৬১ জনের শরীরেই কোনও ধরনের উপসর্গ ছিল না। এর আগে, গত শনিবার দেশটিতে বহিরাগত রোগী শনাক্ত হয়েছিলেন ৯৭ জন।

চীনে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১৬০ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।