ইতালির স্বস্তি টিকলো না ২৪ ঘণ্টাও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যু এবং সংক্রমণে মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালিতে এই ভাইরাসের প্রাদুর্ভাবের শেষ দেখতে বুক বাধছে দেশটির কোটি কোটি মানুষ। করোনায় লাগামহীন প্রাণহানির পর গত কয়েকদিন ধরে দেশটিতে কিছুটা স্বস্তির খবর হয়ে এসেছে কম মৃত্যু।

এক সপ্তাহ আগে ইতালিতে দৈনিক মৃত্যুর সংখ্যা হাজারের কাছাকাছি থাকলেও সম্প্রতি তা নিম্নমুখী হয়েছে। রোববার দেশটিতে করোনায় মারা গেছেন মাত্র ৪৩১ জন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সেই সংখ্যা আবার কিছুটা বেড়েছে। সোমবার দেশটিতে করোনায় প্রাণ গেছে আরও ৫৬৬ জনের।

মৃত্যু বাড়লেও নতুন সংক্রমণ কমেছে ইউরোপের এই দেশে। রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৯২ জন; সোমবার নতুন করে সংক্রমিত হওয়ার সেই সংখ্যা ৩ হাজার ১৩৫।

গত ৭ এপ্রিলের পর দেশটিতে নতুন সংক্রমণের এই সংখ্যা সর্বনিম্ন। ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইতালিতে মারা গেছেন ২০ হাজার ৪৬৫ জন। দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা বলছে, বিশ্বে করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পর এখন ইতালির অবস্থান।

করোনা আক্রান্তের সংখ্যাতেও যুক্তরাষ্ট্র এবং স্পেনের পেছনে রয়েছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫ ১৬ জন।

তবে গত ১০ দিনের মতো আইসিইউতে রোগীর সংখ্যাও কমেছে ইতালিতে। রোববার ৩ হাজার ৩৪৩ জন আইসিইউতে থাকলেও সোমবার তা ৩ হাজার ২৬০ জনে নেমে এসেছে। এছাড়া দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ হাজার ৪৩৫ জন।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।