আমিরাতে নতুন করে করোনায় আক্রান্ত ৩৯৮ জন

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১১ এএম, ১৪ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫২১ জন। মৃত্যু হয়েছে তিনজনের, আর সুস্থ হয়ে উঠেছেন ১৭২ জন।

সোমবার (১৩ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫২১ জন। আগের ২২ জনসহ মৃত্যুবরণ করেছেন মোট ২৫ জন। আর নতুন ১৭২ জনসহ ৮৫২ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে দেশটিতে বিবাহ এবং বিচ্ছেদ দুটোর ওপরই নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির দুবাইয়ের একটি আদালত। গত ৮ এপ্রিল দুবাইয়ের একটি আদালত এ নিষিধাজ্ঞা জারি করেছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতেই এই নির্দেশ দিয়েছে দুবাইয়ের আদালত।

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।