রাজধানী অঞ্চলের বিধিনিষেধ প্রত্যাহার হচ্ছে ফিনল্যান্ডে
মহামারি করোনাভাইরাস প্রতিরোধের পদক্ষেপ হিসেবে ফিনল্যান্ডে যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল, শুধু রাজধানী অঞ্চল থেকে তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সান্না মেরিন।
করোনার বিস্তার ঠেকাতে প্রায় তিন সপ্তাহ আগে এসব বিধিনিষেধ আরোপ করে সরকার। এর কারণে মানুষের চলাচলের ওপরসহ নানা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হয়। মানুষ যাতে চলাচল করতে না পারে তাই রাস্তা অবরোধ করে রাখা হয়।
ইউরোপের নর্ডিক অঞ্চলের এই দেশটি গত ২৮ মার্চ থেকে রাজধানী অঞ্চল উইসিমা থেকে দেশের অন্য অংশের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে। দেশের অন্যান্য অংশে যাতে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে না পরে তা করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।
স্ক্যান্ডেনেভিয়ান দেশ ফিনল্যান্ডে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৩ হাজার ২৩৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৬৪ জন; সুস্থ ৩ শতাধিক। এছাড়া অর্ধশতাধিক রোগীর অবস্থা আশঙ্কাজনক।
এসএ