আক্রান্ত-মৃত্যু বাড়ছে ইন্দোনেশিয়া-ফিলিপাইনে
প্রাণঘাতী করোনাভাইরাস সারাবিশ্বেই এক আতঙ্ক তৈরি করেছে। এখন পর্যন্ত ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেনের মতো দেশগুলোও করোনার হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত ২০ লাখ ৮৪ হাজার ৭২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা প্রাণ কেড়ে নিয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৫ জনের। ইতোমধ্যেই চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ১৫ হাজার ৪৫০ জন।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। এদিকে, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৮০ অপরদিকে নতুন করে মারা গেছে ২৭ জন।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তা আচমাদ ইউরিয়ান্তো জানিয়েছেন, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫১৬। অপরদিকে, দেশটিতে এখন পর্যন্ত ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫৪৮ জন। প্রায় ৪০ হাজার মানুষের শরীরে করোনার পরীক্ষা করা হয়েছে।
অপরদিকে ফিলিপাইনে ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ১৩ জন। একদিনে আক্রান্তের সংখ্যা ২০৭। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৬২ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৬০। দক্ষিণ-পূূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিপাইনেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৮২ জন। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৪৩৫।
টিটিএন/পিআর