করোনার প্রকোপে ভয়াবহ পরিণতির দিকে আফ্রিকা: রেড ক্রস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পিএম, ১৬ এপ্রিল ২০২০

সারাবিশ্বের মতো আফ্রিকাতেও দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এর ফলে সেখানকার দারিদ্র্যপীড়িত দেশগুলোতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস।

বৃহস্পতিবার রেড ক্রসের আঞ্চলিক পরিচালক ড. সাইমন মিসিরি বলেন, আফ্রিকায় করোনার সংক্রমণ বাড়ছে। তবে সেখানে গুজব ছড়ানো হচ্ছে যে, এই মহামারি শেষ হয়েছে। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার এখনই সময়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. মাৎসিদিসো মোয়েতি বলেন, আফ্রিকায় ইতোমধ্যেই ১৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন নয়শ’র বেশি। গত সপ্তাহ ধরে বেশ কয়েকটি দেশেই দ্রুত বাড়ছে এর বিস্তার। আর আমরা সবাই জানি, এ অঞ্চলে এর পরিণতি হবে ভয়াবহ।

তিনি জানান, যুক্তরাষ্ট্র আফ্রিকা অঞ্চলে পোলিও নির্মূল, এইডসের চিকিৎসা, ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মতো কর্মসূচিতে অর্থসহায়তা দিয়ে থাকে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করে দেয়ায় তাদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।

সূত্র: সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।