মিসৌরিতে ৩ মে পর্যন্ত বাড়িতেই থাকার নির্দেশ
করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে আগামী ৩ মে পর্যন্ত বাড়িতেই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আগে থেকেই সেখানকার বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হলেও বৃহস্পতিবার গভর্নরের কার্যালয় এই সময়সীমা ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিল।
গভর্নর মাইক পার্সন এক বিবৃতিতে বলেন, মিসৌরি খুবই আলাদা। এক্ষেত্রে আমাদের খুব সচেতন থাকতে হবে। মিসৌরির সব কার্যক্রম শুরুর আগে খুব সচেতনভাবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।
পার্সন বলেন, ইতোমধ্যেই মিসৌরিতে আক্রান্তের গতি কিছুটা কমতে শুরু করেছে। তিনি বলেন, ৩ মের পর সেখানকার অর্থনীতির বিষয়গুলো পরিস্থিতির ওপর নির্ভর করছে।
তিনি বলেন, করোনার পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে কতটা দ্রুত ও বিস্তৃতভাবে পিপিই সরবরাহ করা যায় তার ওপরই অনেক কিছু নির্ভর করছে।
এদিকে, একদিন আগেই নিউইয়র্ক, মেরিল্যান্ড এবং পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে লোকজনকে বাড়ির বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। জনসমাগমে মাস্ক বা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে বলা হয়েছে। করোনার বিস্তার ঠেকাতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিউইয়র্ক অঙ্গরাজ্যে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৬৩। অপরদিকে মারা গেছে ৩২ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯ হাজার ১১৪। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২৪ জন।
টিটিএন/এমএস