করোনা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে, বলছে জার্মানি
জার্মানিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান। দেশটিতে করোনায় আক্রান্তের হার কমে আসায় তিনি এই দাবি করেছেন।
এর আগে জার্মানির এই মন্ত্রী বলেন, দেশে নতুন সংক্রমিত মানুষের সংখ্যার চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। এ কারণে দেশটিতে লকডাউন সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে জেনস স্প্যান বলেন, করোনার প্রাদুর্ভাব আজ পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং দমন করা গেছে। এখন পর্যন্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়েনি।
এদিকে, জার্মানির রোগ নিয়ন্ত্রণ সংস্থা ইঙ্গিত দিয়েছে যে, দেশে করোনার সংক্রমণ শূন্য দশমিক ৭ শতাংশ কমে যাওয়ার অর্থ হচ্ছে- প্রত্যেক সংক্রমিত ব্যক্তি কমপক্ষে অন্য একজনের শরীরে ভাইরাসটির বিস্তার ঘটিয়েছেন।
তবে দেশটিতে এখনও করোনায় মৃত্যু ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ইউরোপের এই দেশটিতে ব্যাপক হারে পরীক্ষার সিদ্ধান্ত হয়। জার্মানির আগ্রাসী পরীক্ষা কারণে করোনা পরিস্থিতি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৮ হাজার মানুষ। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ১৯৩ জন; যা ইউরোপের বিভিন্ন দেশের চেয়ে অনেক কম।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৬৭৬ এবং মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৬৬৩ জন। এছাড়া চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৪৪০ জন।
এসআইএস/জেআইএম