আক্রান্ত-মৃত্যু বাড়ছে মেক্সিকোতে

বর্তমান বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।
বিভিন্ন দেশে এখন পর্যন্ত ২২ লাখ ৫০ হাজার ৭৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৬২ জন।
তবে এখন পর্যন্ত আশার কথা হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস থেকেও অনেকেই সুস্থ হয়ে উঠছেন। বিশ্বের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৭১ হাজার ১৪৫ জন।
এদিকে, মেক্সিকোতে প্রথমদিকে করোনায় আক্রান্তের সংখ্যা কম থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আক্রান্ত ও মৃত্যুর পাল্লা ভারী হচ্ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে।
মেক্সিকোর স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫৭৮ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৭৫ এবং মোট মৃত্যু হয়েছে ৫৪৬ জনের।
দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী হুগো লোপেজ গ্যাটেল বলেন, দ্রুত গতিতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশের প্রায় ৫৬ হাজার মানুষ আক্রান্ত হতে পারে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, অনেকের দেহেই এই ভাইরাসের লক্ষণ প্রকাশ পায়নি বা এখনও করোনা আক্রান্তের বিষয়টি শনাক্ত হয়নি।
এদিকে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
টিটিএন/এমএস