সংশোধনের পর চীনে মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার পার
চীনে করোনাভাইরাস মহামারিতে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে শুরু থেকেই সন্দেহ রয়েছে অনেকের। এর মধ্যে শুক্রবার অতিরিক্ত ১ হাজার ২৯০ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করেছে উহান কর্তৃপক্ষ। দীর্ঘসময় পর সেটিকে সরকারি হিসাবে অন্তর্ভুক্ত করল চীনের কেন্দ্রীয় সরকার। সংশোধনের পর দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জন।
শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ১৭ জনই বহিরাগত। এর আগের দিনও দেশটিতে ১৫ জন বহিরাগতসহ ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।
এদিন উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা অবশ্য কমেছে। গতকালও দেশটিতে এ ধরনের রোগী ছিলেন ৬৬ জন, আজ তা কমে দাঁড়িয়েছে ৫৪ জনে।
এদিকে, শুক্রবার উহান কর্তৃপক্ষ অতিরিক্ত ৩২৫ জনের শরীরে করোনা শনাক্তের কথাও জানিয়েছিল। তারাসহ শনিবার পর্যন্ত চীনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭১৯ জন। এদের মধ্যে ৭৭ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
সূত্র: রয়টার্স
কেএএ/এমএস