‘মৃত্যুহার কম’ জার্মানিতেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০

ইউরোপের দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার তুলনায় মৃত্যুহার সবচেয়ে কম জার্মানিতে। তবে সংক্রমণের দিক থেকে খুব একটা পিছিয়ে নেই তারা। সেখানেও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

শনিবার জার্মানির রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৩ হাজার ৬০৯ জন। এর ফলে টানা চতুর্থদিনের মতো নতুন রোগী শনাক্তের হার বাড়ল সেখানে।

এদিন জার্মানিতে মৃতের তালিকায় যোগ হয়েছেন আরও ২৪২ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১১০ জন।

দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৪৩৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৩ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেছেন, প্রায় মাসব্যাপী লকডাউনের কারণে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে। তার দাবি, গত ১২ এপ্রিল থেকে জার্মানিতে নতুন আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার হার ধারাবাহিক ভাবে বাড়ছে।

সূত্র: রয়টার্স, বিবিসি

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।