স্পেনে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়াল
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৭ হাজারের পর গোটা বিশ্বে এই ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া শনিবারের হালনাগাদ হিসাব প্রকাশিত হওয়ার পর এমনটা জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আরও ৫৬৫ জন প্রাণ হারিয়েছেন। স্পেনে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৩ জন। তবে প্রকৃত মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে।
তবে স্পেনে গত সপ্তাহে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করলেও এই সপ্তাহে তা বাড়তে শুরু করেছে আবার। বলা হচ্ছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মৃতের হারা বেড়েছে প্রায় তিন শতাংশ। তবে কর্তৃপক্ষ বলছে, একেক অঞ্চলে একেকভাবে হিসাব রাখার কারণে সংক্রমণ ও মৃতের সংখ্যায় গরমিল হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে কাতালোনিয়া অঞ্চলের করোনায় আক্রান্তের সংখ্যা সংশোধন করা হয়। এছাড়া করোনাভাইরাসের প্রভাব হিসাব করার ক্ষেত্রে নতুন পদ্ধতি অবলম্বন করার পর মৃতের সংখ্যান একলাফে অনেকটাই বেড়ে যায়।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচ শতাধিক মানুষে স্পেনে মারা গেছে তাদের মধ্যে জেসাস ভাকেরো নামে দেশটির একজন প্রখ্যাত চিকিৎসক রয়েছেন। তিনি মাদ্রিদের পুয়ের্তো ডেল হিয়েরো হাসপাতালের নিউ সার্জারি বিভাগের প্রধান ছিলেন এবং সার্জারির জন্য তার সুনামও রয়েছে বেশ।
এসএ